আগস্ট মানেই,
হারানোর কষ্ট;
শতবার বিদ্রোহ ;
'খাপছাড়া' কাব‍্যগ্রন্থ।


আগস্ট মানেই,
বাংলার স্থপতি বঙ্গবন্ধুর
উত্তাল আহ্বান,
আঙুলি ইশারা,-
" এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।"
বাংলার ইতিহাসের এই শ্রেষ্ঠ কবিতা
মনে বারবার উঁকি দেওয়া।


আগস্ট মানেই,
বিদ্রোহী-বিপ্লবী কবি
কাজী নজরুলের 'মৃত‍্যুহ্মুধা'।
আগস্ট মানেই,
বিশ্বনিখিল কবি
রবীন্দ্রনাথের 'সোনার তরী' ও 'চিত্রা'
বহুবার পড়ার সাধ জাগা।


আগস্ট মানেই,
বিশ্বনন্দিত কবি রবীন্দ্রনাথের
'কল্পনা', 'বিসর্জন', ও 'শেষের কবিতা '
পাঠ করা।
৭ই আগস্টে
তাঁর রচা ,-
'আমার সোনার বাংলা..'
সবচেয়ে বেশি কাদে ;
তাঁকে  হারানোর শোকে।


আগস্ট মানেই তো,
বাংলার জাতীয় কবি
নজরুলের ,-
                 'ঘুম জাগানো পাখি'
থেকে থেকে ডেকে ওঠা ;
              'ঘুম পাড়ানো মাসিপিসি'
কপালে চুমু খেয়ে
ঘুম পাড়িয়ে দেওয়া।
নজরুল,
              'চল্ চল্ চল্' বলে
  ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯শে আগস্টে
এ জগৎটাকে ছেড়ে
হায়! নিজেই গেছেন চলে ;
লাখো বাংলা কবির অশ্রুবারিতে
এ বাংলা ভাসিয়ে দিয়ে।


১৯৭৫ সালের ১৫ই আগস্টে
বাংলা মাকে শোকানলে ভাসিয়ে,
বাঙালিকে ম্রিয়মান করে,
আকাশের ঐ শুকতারা হয়ে,
বঙ্গবন্ধু শেখ মুজিব
সবাইকে কাদিয়ে,-
চিরদিনের জন্যে চলে
গেছেন কবরে।


আর তাইতো বলি ,-
আগস্ট হলো;
শোকে ঘেরা মধুহীন বাংলা
শোকাবহ অতন্দ্র এ বসুধা।