আজকাল আমার খুব ইচ্ছে করে
 তোর সঙ্গে প্রাণ খুলে 
একটু কথা বলতে,
হৃদয় ভরে তোকে ভালোবাসতে 
আর মন উজাড় করে
 মনের ভিতর লুকিয়ে 
থাকা সব বলতে।
খুব ইচ্ছে করে,-
 ব্যক্ত করতে আমার অব্যক্ত 
সব ভালোবাসা-গুলো।
তোকে আমার দুঃখগুলো হাসিমুখে বলতে
আর তোর দুঃখের কথা শুনে অশ্রু জলে 
বাতাস ভারী করতে,
মুঠো ভোরে আমার সুখগুলো তোকে 
নির্দ্বিধায় দিয়ে দিতে 
আর তোর দুঃখ কষ্ট যত আছে
 সব হাসিমুখে বরণ করে নিতে 
আমার খুব সাধ জাগে।
তোর চোখের দিকে তাকিয়ে
 হাজারো কথা বলতে,
 ঠোঁটে ঠোঁট মিলাতে
  পার্কের নির্জন বেঞ্চে বসে 
ইচ্ছের গল্প করতে,
হাতে হাত রেখে পাশাপাশি দুজনে
 কাঁধে কাঁধ মিলিয়ে
 বহু বিপদ উপেক্ষা করে
 সামনে এগিয়ে যেতে 
আমার খুব ইচ্ছে করে।
ঘুমকে নির্ঘুম করে 
ঘুম পস্তানো রাতে
 পাশাপাশি দুজনে গা ঘেষে 
জানালার পাশে দাঁড়িয়ে থেকে
চাঁদ চুমু খাওয়া ঐ আকাশের দিকে 
তাকিয়ে সারারাত কাটিয়ে দিতে
 আমার খুব ইচ্ছে করে।
মাঝেমধ্যে হয় আমার খুব ইচ্ছে,-
 তোর পাশে বৃক্ষ-রূপে 
দাঁড়িয়ে থেকে সারাটি জীবন কাটিয়ে দিতে।
যেন সুশীতল হাওয়ায় পারি
 তোর গাঁ জুড়িয়ে দিতে,
 যেন শুচির সেই সুগন্ধি ভরা
 কষ্টের তাপ তোর গায়ে না লাগে।
মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে,-
 তোকে নিয়ে একসঙ্গে 
পুরো জগৎটাকে ঘুরে দেখতে।
আজকাল আমার খুব বেশি ইচ্ছে করে,-
 তোকে বুকে জড়িয়ে ধরে বলতে-
"ভালোবাসি তোকে"।।