আমি বেঁচে আছি
মৃতদের মতো
বেচে আছি
            রাত জাগা পরীদের মতো।
আমি বেঁচে আছি
বইয়ের পাতার কালো অক্ষরগুলোর মতো
বেঁচে আছি আমি মৃত আত্নাদের মতো।
আমি বেঁচে আছি আগুনের মতো।


বেঁচে আছি আমি ঘুর্নিঝড়ের মতো,
তুফান ও বন্যার মতো।


আমি বেঁচে থাকবো
পৃথিবী যতদিন থাকবে তার নিজের মতো...।
প্রয়োজনে যত অপমান কষ্ট
করবো সহ্য
তবুও আমি এই পৃথিবীতে থাকবো  বেঁচে
শুধু তোমারি জন্য।
যতদিন থাকবে তুমি এই পৃথিবীতে বেঁচে
নয়তো, মানুষের মুখে মুখে।
ততদিন আমি থাকবো বেঁচে এই পৃথিবীতে।
হয়তো,
        ভিন্ন দেশে,
        ভিন্ন বেশে,
        ভিন্ন নামে,
        ভিন্ন পরিচয়ে।।
তখনও যদি আমি না পাই তোমাকে
তবে থাকবো আমি
                    চির-কুমারি হয়ে।