তোমার স্বপ্নের সেই পুকুরটায় হয়তো
আমি হাঁস হয়ে ঘুরে বেড়াবো
তোমার স্বপ্নের সেই হলদে ধানক্ষেতটায় হয়তো
আমি পোঁকামাকর সেজে রাজত্ব করবো
তোমার বাড়ির পেছনের বাগান-খানায় হয়তো
আমি প্রজাতির রুপে নেচে বেড়াবো।
রাত যখন ভোর হবে তখন হয়তো
আমি পাখি সেজে তোমার ঘুম ভাঙ্গাবো।
তুমি যখন মনের দু:খে কাঁদবে তখন হয়তো
আমি বাতাস হয়ে চোখের সবটুকু জল শুকিয়ে দেব।
আমি তোমার পছন্দের
টিয়া সেজে;
তোমার সেই না ফুরানো বিকেল কাটিয়ে দেব-
দুজনে গল্প করে।
ভয় পেয়ো না,
আমায় খাঁচা থেকে উড়িয়ে দিলেও
আমি চলে যাব না।
তুমি যখন বারান্দায় এসে দাড়াবে তখন হয়তো
আমি উড়ে এসে তোমার কাঁধে বসবো।
তোমার বাড়ির গেটের সামনে হয়তো
কুকুর হয়ে সারারাত না ঘুমিয়ে তোমায় পাহারা দেব।
তুমি যখন স্কুলে খেলাধুলায় নিমগ্ন থাকবে তখন হয়তো
আমি ধুলি-ময়লার রুপে উড়ে উড়ে তোমার গাঁ স্পর্ষ করবো।
শীতের সেই গভীর রাতেও হয়তো
আমি শুচি সেজে তোমার ঘরে তাপ ছড়াবো।
এভাবেই সারাটি জীবন হয়তো
শুধু তোমার পাশেই থাকবো আমি।
তবুও কখনো বলবো না,- "ভালোবাসি"।।