কবে যেন হারিয়ে গেছিলাম তোমার ভিতর-
মনে নেই, মনের কোনায়ও নেই।
তবু আজও হাত্ড়ে বেড়াই স্মরনের বহর-
কেন তা তো জানা নেই।


সম্পদ - যা জমে জমে হ্য়। কেউ দেখে বো্ঝে, কেউ অঙ্কে।
অপরিণত প্রেম - কল্পণার পলি জমে ক্রমে।
তবুও আজ আমি কাল নাগিনীর ছোবলে লখীন্দর।
হারিয়ে পেয়েছি স্বর্গ বহু নামে।


যদি কখনো দেখা হয়
চিনবে তো আমায়?
নাকি মেলাবে পরিচয়?


mbhattacharyya3@gmail.com
মলয় ভট্টাচার্য