যদি  প্রলয় আসে মাটি কাঁপিয়ে,
তবে খোলা চোখে আকাশ দেখো।
নিশ্চয়ই কোনো তারা তোমায় ডাকবে।


যদি  ঝঞ্ঝা আসে অন্ধকার বাতাস দুলিয়ে,
তবে সব জানালা খুলে রেখো।
নিশ্চয়ই কোনো ফুল সারারাত জেগে থাকবে।


যদি  সুনামি আসে উত্তাল লহরী ফুলিয়ে,
তবে বিছানায় জোছনা জ্বেলে শুয়ে থেকো ।
নিশ্চয়ই কোনো শিল্পী ক্যান্ভাস জুড়ে আঁকবে।


সব কিছু থেমে গেলে, কান্নার পাখি ডানা মেলে -
উড়ে দেখে চরাচর। শুধু শূন্যতা আর ছাই।
কতবার ভেবেছি বোলবো তোমায়
সব দৌড়ই ছিলো মরিচীকায়।
শুধু , ভালোবাসি তা আজও বলা হয় নাই।


মলয় ভট্টাচার্য্য
mbhattacharyya3@gmail.com