আমি-তুমি : এক বাতাসে শ্বাস ।
তোমার-আমার : এক মাটিতে বাস ।
আমি দেখি চাঁদ, তুমি উপগ্রহ ।
গোলাপ তোমার চুলের শোভা, আমাতে প্রেম-বিগ্রহ ।
মন খুঁজে মরি সারা জীবন; মনের মানুষ কই !
জোড় বেঁধে ছুটি বিপরীতে; পরিচয়তেই বাঁধা রই ।
জীবন আমার ভরা নদী, মহাশূন্য গর্ভে তার ।
অবকাশ নিকাশ পায় মিছের সাগরে, বিশ্বাস অপার ।


তবু আমি পালাবো না ।
তোমার হয়েই শেষ নিশ্বাসটা ফেলবো ।


তুমি বুঝবে তো
যে আমি আর নেই?


মলয় ভট্টাচার্য্য
mbhattacharyya3@gmail.com