ছাতের ওপর ছাত ।
মিনার ছুঁতে ডজন হাত ।
নীচে ছায়া মেখে নাতি পুঁতি ।
কিম্বা প্রতিদ্ব্ন্ধীর স্নানের লাইন ।
এখন নিশুতি রাত -
প্রেত হ'য়ে খেতে বসে পিন্ডের ভাত ।


কত রাত কেটেছিল এমনি ;
মালা গেঁথে বেদনার মনি ।
কখনো ছবির ধুলোর তলায় এখন,
কখনো বা উপহারে শিল্পের বাঁচন ।
বেদনা বিকোয় দামে জানি -
বুড়ো হ'য়ে মারা যায় শীল্পের খনি ।


হে  অনাদি আগত সময়,
আমি তো বুকে-ই স্থান চেয়েছিলাম ।


মলয় ভট্টাচার্য্য
mbhattacharyya3@gmail.com