একটু একটু ক'রে সব শেষ
যা ছিলো এত্দিনের জমানো ।
এখন তিন রাস্তার মোড়ে হাত্ড়ানো ।
এলোমেলো ভাবনা, স্যাঁতলানো ।


বাঁচাতে গ্যালে জানা জরুরী -
বাঁচ্তে চাইলে জানানোই অর্থকরী ।
যুদ্ধ লেগেছে মন থেকে মনান্তরে -
আগুন জনে জনে ।


তোমার কাছে আমার গোলাপ রাখতে চাই ।
বসন্তে না হ্য় প্রেম দেখো, গ্রীষ্মে গোলাপ জল,
বরষায় বীজ আর শরতে-শীতে কবিতার মখমল ।
দাও না একটু উষ্ণতা ।


মলয় ভট্টাচার্য্য
mbhattacharyya3@gmail.com