আমি যদি পেতাম লম্বা ছুটি—
শহর ছেড়ে ছুটে যেতাম গ্রামে,
সবুজ-শ্যামল শস্যে ভরা মাঠ,
কুলি, মজুর দেখতাম দু’চোখ ভরে,
যাদের শরীর ভিজে আছে ঘামে।


আমার যদি হতো লম্বা ছুটি—
নদীর জলে করতাম দাপাদাপি,
ছোটছোট ছেলে-মেয়ের সাথে,
বালি নিয়ে খেলতাম লুটোপুটি।


আমি যদি পেতাম লম্বা ছুটি—
বন বাদারে ঘুরে ঘুরে,
আম কুড়াতাম, জাম কুড়াতাম,
হিজল, বকুল ফুল কুড়াতাম,
দু’হাত মুঠিমুঠি।


আমার যদি হতো লম্বা ছুটি—
সকাল বেলা নাস্তা খেতাম
মায়ের হাতের পিঠে, পায়েস,
ঝোলা গুড়ে মাখিয়ে সিদ্ধ রুটি।


মা যেন আজ ডাকছে আমায়
আয়রে খোকা আয়,
ক্লান্ত ভরা দেহ খানি
হেলিয়ে দিতে গাঁয়।


-----------------------------
১৬ এপ্রিল ২০১৫।
আগারগাঁও, ঢাকা।