যে পথ মরু, বন্দুর অ‌তি
সে প‌থে র‌চিব ঠাঁই ।
শাবল, কুঠারে তিমির আঁধারে
আলো ফোঁটাতে চাই ।
আমি একা; ভাবি না'ক দশ
মনে আছে বল শক্তি সাহস ।
অগ্র পশ্চা‌তে খুঁ‌জি না কে সা‌থে
হেরি সম্মুখে পথ চলিতে চাই ।
যে পথ মরু বন্দুর অতি
সে পথে রচিব ঠাঁই ।


পর্বত গি‌রি সমুদ্র তল
য‌বে ছিল ইতিহাস,
মানব চরন পড়েনি যেথা
‌সেথা জ‌ন্মে‌ছে তরু ঘাস ।
আমি সে প‌থেরই গান গাই
‌যে পথ মরু বন্দুর অ‌তি;
‌সে প‌থে র‌চিব ঠাঁই ।


ক‌ষ্টের দামে কপ‌ালের ঘামে
‌যে ফি‌রে এ‌সে‌ছে পি‌ছে,
‌ধিক শত‌ধিক হীন মানবেরে
সে জনম তুচ্ছ, মি‌ছে ।
আপ‌নার ত‌রে বাঁচিবার চা‌হে
‌সে বল ক'‌দিন বাঁ‌চে,
পরহিতে মরণ ক‌রিয়া বরণ
নি‌জে মরণের প‌রে বাঁ‌চে ।
আমি তাহা‌দেরই গান গাই
দুর্গম যারা ভূতল ক‌রিয়া
মানু‌ষেরে দিল ঠাঁই ।
------------------------------


রচনাকাল:
১০\০৮\২০১৮, সোমবার