আষাঢ় আকাশ একটানা যে করছে বরষণ
স্বস্তি হৃদয় তিক্ত এখন লাগছে প্রহসন।
কে যেন এক বল্ল এসে আকাশ হলো ফুটো
কানে শোনা এমন কথা বিশ্বাস হয়নি মোটেও।
হাম্বা রবে গোয়াল ঘরে গৃহ পশুর ডাক
পুচ্ছ ভিজে জড়ো হলো গাছের ডালে কাক।
চলার পথে পা রাখা দায় কর্দোমাক্ত জল
দুষ্টরা কয় মেঘের নীচে ভিজবো সবাই চল।
রান্না ঘরে আসা যাওয়া গিন্নির মুখটা কালো
বৃষ্টি মাথায় রান্না করা কার লাগে গো ভালো?
বৃষ্টি সকাল ঘুমের লোভে অফিস সময় লেট
মোবাইল কথন যায়না বুঝা দুর্বলতা নেট।
ঝড়ের দিনে হয়তো কোথা ছিড়ে আছে তার
স্বল্প ললাট ধরার মাঝে কোন সে অভাগার।
সূর্যটাও হার মেনেছে আষাঢ় মেঘের কাছে
বর্ষা বানের নতুন জলে টেংরা, পুটি নাচে।
বৃষ্টি বাদল মেঘ মাদল নয়তো করে চুপ
আষাঢ় আাসে নতুন সাজে ধারণ করে রুপ।


(সাভার, ১৬ /০৭/২০১৫, সন্ধ্যা)