দু’চোখ জুড়ে ঘুম আসে না তাই তো আছি জেগে,
আকাশ জুড়ে আঁধার যে আজ চন্দ্র আছে রেগে।
তারার কাছে প্রশ্ন আমার চন্দ্র গেলো কই?
চন্দ্র ছাড়া রাত্রি জেগে কেমনে বলো রই?
জেগে আছিস কেন যে তোরা ঘুম আসে না বুঝি?
তারা বলে—রাত্রি জেগে মনের কথা খুঁজি।
মিটি মিটি আলো জ্বেলে খেলছে জোনাক পোকা,
আঁধার বুকে ফুটছে যেন আলোক থোকা থোকা।
বাঁশ ঝাড়িটা যায়না দেখা আঁধার দিয়ে মোড়া,
ঘুমিয়ে গেছে আজকে সবাই ঘুমিয়ে গেছে পাড়া।
দূর হতে ঐ আসছে ভেসে কুহুকিনীর ডাক,
ঘুমের সাথে পাল্লা দিয়ে ডাকছে সবাই নাক।
দূর কোথাও যাচ্ছে শোনা শিয়াল দিচ্ছে হাক,
কাচি মাংসের স্বাদ জেগেছে যাচ্ছি তোরা থাক।
নিশি জেগে হুতোম প্যাঁচা দেয় পাহাড়া রাত,
সূর্য আসে ঘুম নিয়ে তার জাগিয়ে তুলে চাঁদ।
রাত্রি জেগে খুঁজে পেলাম না ঘুমানোর দল,
কে বলেছে রাত্রি নিঝুম নেইকো কোলাহল?