আঁধার কালো আকাশ বুকে
তারার ফসল ফলে,
চাঁদের বুড়ি দেয় পাহারা
রুপোর পিদিম জ্বেলে।
পাকে যখন সোনার ফসল
নিশি গগণ তলায়,
ফসল মজুদ করে বুড়ি
প্রভাত সম গোলায়।
আধেক ফসল সূর্য কিনে
কতক মেঘের হাটে,
সূতো কিনে চাঁদের বুড়ি
নিজেই চরকি কাটে।
ত্রিশ দিনে চাঁদের বুড়ির
দুইটা শাড়ী হলো,
একটা শাড়ী ধূসর সাদা
অন্য শাড়ী কালো।