শীতের বুড়ির পীঠটা কুঁজা
নিয়ে এলো শীতের বোঝা ।
ঝাপটি খুলে বসলো যখন
হাড় কাঁপুুনি শীত যে তখন ।
এই বুড়িটার নামটা মাঘ
শীতের ডরে পালায় বাঘ ।
বুড়ির গায়ে সাদা কাপড়
কুয়াশাতে জড়ায় চাদর ।
বুড়ির মাথায় এলো কেশ
উত্তর বায়ু হিমেল বেশ ।
এই বুড়িটা চেনা;
প্রতি বারই শীত এনে সে
যায় দিয়ে যায় হানা ।