সোনালী ভোরে বহে বিশুদ্ধ বাতাস
রক্ত আবির মেখে রবি উঠে হেসে
পাখীদের কুজনে সকালী আভাস
আয় খোকা দেখে যা; ঘুম ফেলে এসে ।


সকালে শয্যা ত্যাগ ভাল কায়মন
পৃথিবী জেগে উঠে সবিতার ডাকে
অলস ছাড়িয়া কর সময় আপন
যায়রে সবিতা পিছু ফেলে তোকে ।


সময়ের পিঠে চড়ে ব্যস্ত সবাই
তোমার অবস্থান র'ল পড়ে পিছে
সাফল্যের শিখরে দেখি তুমি নাই
ঘুম আকড়ে ধরে পড়ে আছ মিছে।


নিশ্চুপ রবি এলে ফিরে আসে দিন
আলস্য ছেড়ে উঠো  চল তার সাথে
শোধরে দাও যত সময়ের ঋণ
প্রতিদিন শয্যা ত্যাগ কর প্রভাতে ।