তোমার বারান্দায় ফেলে রাখি চোখ
হয়না কি অবসর দেখতে আমায়
দাঁড়িয়ে হয়েছি কত ক্লান্ত,
আকাশ মাড়িয়ে বিকেল গড়িয়ে
নিভে আসে দিনের আলো
তোমার আলোতে খুজিঁ প্রান্ত ।


তোমার বারান্দায় বসন শুকায়
বাহিরে আমার মন আনচান,
জানলার ফাঁক গলে
দৃষ্টিরা এসে বলে,
ভেতরে তোমার নিরব অবস্থান ।


বিকেলে তোমার ক্ষিণ আগমন
একটু দেখায় মন আলোড়ন,
তুমিও সেদিন দেখলে আমায়
শুষ্ক মরুর বুকটা যেনো;
ভিজিয়ে গেলো বৃষ্টি কোন
শীতল মহিমায়।


সে দিন থেকে বারে বারে
বেড়ে গেল আনাগোনা;
তোমার বারান্দায়,
তুমিও এখন চাতক নারি
দৃষ্টি দিলেই বুঝতে পারি;
ইচ্ছে হলেই ডাকতে পারি
চোখের ইশারায়।


কিন্তু আমি ডাকবো না যে
ইচ্ছে হলে নিও খুঁজে;
ভালো যদি বাসো আমায়,
দিন গড়ালে রোজ বিকালে
চলে এসো ঐ বারান্দায় ।


যদি আমায় দেখতে না পায়
পিপাসু ওই দৃষ্টি তোমার,
শেষ বিকালে একলা হলে
বুঝে নিও কষ্ট আমার ।
-----------------------------------------
অ- ০৬ ফেব্রুয়ারি, ২০১৭