বছরে বাঙালির বারো মাসেই শোক,
এ শোক দেশের কল্যাণে নিবেদিত হোক।
হিংসা খসে যাক শীতের ঝরা পাতার মতো,
যত আছে ক্রোধ
শ্রাবণের ধারায় সিক্ত হোক;
বিপরীত দুটি হাত একটি গোলাপে স্পর্শিত হোক আজ।


আমরা অনার্য হতে বাঙালি হয়েছি
পথে পথে দিয়েছি প্রাণ,
আমরা শশাঙ্কের মুক্ত পলল ভূমি
আমরাতো ইতিহাসের সন্তান।


দূর্ধর্ষ মোঘলঃ বাংলায় পায়নি স্থায়ী আসন,
মানসিংহ বীর,ফিরেছে খালি হাতে নত করে শির।
আমরা ঈশাখাঁর বংশধর,
যুগে যুগে গড়েছি ইতিহাস, রুখেছি বর্গি ব্রিটিশের বিষাক্ত শর।
আমরা পলাশীর ইতিহাস থেকে ফিরেছি একাত্তরে,
মাঝে  জিতেছি হেরেছি
হেরেও জিতেছি অনেকবার;
পেয়েছি শিক্ষা কত শক্তি গর্ভে একতার।


আমরা মীরজাফরের লোভের অগ্নি দেখেছি
দেখেছি সিরাজের পোড়া অন্তর,
মোহনলালের প্রেম দেখেছে পলাশীর প্রান্তর।


অগ্নিগর্ভ সাতান্ন : টগবগে সিপাহীর প্রাণ
আমরা দিয়েছি মুক্তির অনুদান।
কৈবর্ত কিংবা সন্যাসী ফকির দরবেশ
ব্রিটিশের রক্ত নিয়েছি, পড়েছি বিদ্রোহী বেশ।


লহুর সাগরে ভেসেছি বারবার
৪৭ হতে ৭১,
অর্ধ কোটি শহীদি শবের মিছিল ছুটেছে এতটা দূর।


সাজ সাজ রব মনের গলিতে
একতার মিছিলে ভরবে বুক
মত্ যতই ভিন্ন হোক
আমরাতো বাংলারই লোক!


সোনা নেইতো সোনালি আছে
মাঠে মাঠে হাসে কৃষানির নাকফুল,
নিঃশ্বাসে বিশ্বাস করে ভর।
আমরা বাঙালি, বাংলাই আমাদের ঘর।
______________________________________