বোধের নিস্তরণ


আশা ছিল ক্লান্তি ধোয়া রাত্রি শেষে আসবে ফিরে ভোর
ফুটবে আলো  চন্দ্রনাথের চূড়ায়
খৈয়াছড়ায় বদল হবে নিশুতি রাতের  জল
প্রথম আলোর ঝিলিক দেখে নাচবে পাহাড়ি ফুল।
অকালবোধন দাহ্য তরল
উঠলো হঠাৎ ক্ষেপে
কে জাগালো এমন নিশি অগ্নিশিশি মেপে?


কে পুড়ালো নুন?
ঘুমের ঘরে খুন
বোধের বালিশ ছাই করিলো  ক্রোধের আগুন শিখা,
মন পোড়ানো গন্ধ শুঁকে আড়ালে চামচিকা।


জাগাও বিবেক বোধ,
অবক্ষয়ের দুষ্ট দানব অপসৃত হোক।
কোরআন পড়
ঋদ্দ কর, মনের চেতনা,
সহিষ্ণুতার  অগ্নিস্রোতে পোড়াও বেদনা।