পরিশুদ্ধ কবি
এম এম এইচ মুকুল


কবি,তুমি আর কত শব্দ গুজবে কবিতায়?
আর কতো বর্ণ তুমি লালসার  উনুনে করবে দগ্ধ?
কবিতার নিতম্বে চষে বেড়ায় কামনার চোখ,
বিশেষ মুহূর্তের উল্লাসে জল্লাদি চেতনায় ছিড়ে জরায়ুর কোষ।
আর দাঁতাল হাসিতে কেপে ওঠে হাজারো বিশ্বাসের ভিত।
বলো কবি,
আর কতবার তোমার ধর্ষিত চেতনায় ভেজাবে কবিতার বুক?
শব্দরা ব্যাকুল চিত্তে অলিক নান্দীপাঠে আর কতকাল পাড় করবে ব্যস্ত সময়?
এই অসুস্থ্য সমাজ আর কতকাল খুঁটে খাবে নষ্টামির বীজ?
আর কতো!
আর কতবার কবিতার গায়ে পড়ানো হবে হলুদ শৃঙ্খল?


সত্য আর সাহসের সুতোয় বাঁধো কবিতার ঘর
মুছে ফেল বিষাক্ত ঠোঁটের চুম্বন চিহ্ন।
শুদ্ধতার নরম জলে ধুয়ে মুছে তোমার ভাবনার গতর
মানবতার সিঁড়ি বেয়ে পৌঁছে যাও স্রষ্টার প্রতিশ্রত ঠিকানায়।