স্মৃতি এখন আমার বিস্মৃতির আধার
অবিরাম ভুলে যাবার পেয়েছি অবাধ স্বাধীনতা
যত শব্দ ছিল মস্তিষ্কের কোষে কোষে
নিজ দোষে সব খুইয়েছি পঙ্কিল চেতনায়।


অন্য অনেকের মত আমিও জানি
আঁধার কভু ছুঁতে পারেনা আলোর হাত
মাটি পারেনা পেরুতে অসীম আকাশের পথ
রাত্রি আর কবে দেখেছে দিবসের মুখ।


বৈপরীত্যের এই চেতনার খোলা পথে
স্রষ্টার নিদর্শন লোকজ ধারণাকে চ্যালেঞ্জ করে,
আমি নিঃশ্বাসে বিশ্বাসের স্বীকারোক্তি দেই
আনত চিত্তে সিজদায় ডাকি দিন-রাত্রি
আমাকে দিও প্রভু আত্মসমর্পণকারীর স্বীকৃতি।
-------------------------------------------