কিছু কথা  তীর খুঁর ধার
     রাগী তেজী বজ্র পোড়া,
যেন এনতেজারে বেজার
  লাগামহীন পাগলা ঘোড়া।


কথার জালে টানে বেপারী
   মজমা জমায় কত হকারি,
গন্ডগোল আর মারামারি
   ব্যবসা লুটে যায়  চিটারি।


কথা বলার কছুর ধরে
সরল আলাপে তর্ক চলে,
কথার নেশায় বোতাম ছিঁড়ে
   পাগল বেড়ায় মশগুলে।


কথার ঘাড়ে বাধে ঝামেলা
কথা বলেই  হয় ফয়সালা,
কথা  দিয়েই  কথা কাটায়
আপোষে যায় মীমাংসায়।


কথার গুনেই পর টানে
   আপন মনে নিয়ে চলে,
ঐ দোষেই খানিকক্ষণে
  মন থেকে ঝেড়ে ফেলে।।

   মন হ'তে নিঃসরণ
     কথা‌ তুলে আলোরণ,
হোক তা পাতাল-গগন
   ডানা ছাড়াই করে গমন।


কথার প্রেমে মজে মুসা
       তুর পাহাড়ে উঠতো,
আরশ হতে দয়াল খোদা
       বাক্যালাপ করতো।


নুহ যখন কথায় জখম
  ব্যাথায় জর্জরিত আঘাতে,
হোক যতই নিজের কওম
  চাইলো আযাব প্রার্থনাতে।


কথার মায়ায় প্রেম জাগে
আশেক ছুটে প্রিয়ার আগে,
কথার সূত্র না মিললে রাগে
ফাটল ধরে যোগাযোগে ।।


একটা মিষ্টি কথায়
    দুনিয়া কেনা যায় ,
মান অভিমান ভাঙায়
   অন্তরে দূরত্ব ঘুঁচায় ।


বললে বলো ভালো কথা
   নইলে থাকো চুপ,
কম কথায় নাজাত মিলে
প্রশংসাও পাবে খুব।।


'কিছু ভালোকথা নিও কিনে
কথার দাম বাড়ছে প্রতিদিনে'
  সঠিক সরল পথ চিনে
  চলতে হবে হৃদয় পানে


কথার কথা কত কথা
   সব কি! আর যায় বলা,
নষ্ট সময় হয় অযথা
      নিরবে তাই পথ চলা ।।


কথা তোমায় কথা দিলাম
সালাম দিয়ে পিছপা হলাম ।