মৃত্যু,
       সবিনয় নিবেদন _
_________________________


মৃত্যু তুমি সেই দরজা
       যার ভিতরে ঢুকলে,
লেবাসে সাদা পোশাক
       মরহুম নাম মিলে ।


মৃত্যু তোমার আলিঙ্গনে
         দিতে হবেই ধরা,
কিন্তু; এখনো বাকি আমার
       রবকে রাজি করা।


হয়নি শেখা সঠিক দেখা
      সত্য বলা জবানে,
দুনিয়াবি চিন্তা-ফিকির
     সব জমা যে এ মনে।


পলাতক আসামি আমি
  লুকিয়ে আমার বিচরণ,
আযানের ঐ আওয়াজে
     করিনি আত্মসমর্পণ।


ভুলে করা পাপগুলো
     গিয়েছি যে সব ভুলে,
কি মাফ চাইব আমি
    মসজিদে দু'হাত তুলে।

খোয়াবি খেয়ালেই মগ্ন
    হয়ে সময় করেছি পার,
মোহের টানে দুনিয়ার শানে
   বুঝিনি আমার অবিচার।


নেয়ামতে ডুবে থেকেও
     নিতে পারিনি স্বাদ,
নফ্সের জুলুমের থাবায়
      হক দিয়েছি বাদ।


মৃত্যু তোমার কাজের খবর
    রোজ শুনেছি কানে,
শ্বাস-প্রশ্বাসে  ব্যস্ত ছিলাম
      যাইনি কবরস্থানে ।


খারাপ কাজে ধৈর্য্য বেশি
   অজান্তেই নিয়েছি ফাঁসি,
গাফিলতির ঘুম ঘুমিয়ে খুশি
পারিনি দিতে ইবাদতের হাসি।


সত্যি বলছি মৃত্যু তোমার
      নিদারুন আচরণ,
নেবার বেলা ছাড় দেওনা
  পর কিংবা আপনজন।


মৃত্যু তোমার আসার সময়
      ঘন্টা বাজে গোপনে,
তাই তো আমি বে-ফিকির
    দিব্বি ঘুরেছি জমীনে ।


দিন তারিখ মাস বছর
   নিয়ে ভাবা মনের ইচ্ছা,
মৃত্যু তোমার সুতোর ধারে
      হয়ে যায় সব মিছা।


দুনিয়ার আজব রীতি
   আগে গেলে আগে পাবে,
ধারাক্রমের এ নীতি
  তোমার বেলা না খাটবে।


ময়লা লাগা শরীরটাকে  
  নিয়েছি গোসলে ধুয়ে,
যুক্তিতর্কে জেতার নেশায়
    মাথা নেইনি নুইয়ে ।


অহমের সিঁড়িতে বসে
  চাওয়া হয়নি মাফ,
মনজমিতে আগাছাগুলো
     করা হয়নি সাফ।


মৃত্যু তোমার কোলে গেলে
  দেহ হয়ে যাবে স্থির,
সেই দৃশ্য দেখার জন্য
  লোকে করবে ভিড়।


আমার জীবন কেড়ে নেওয়া
    মৃত্যু তোমার দায়িত্ব,
আল্লাহর মেহেরবানীতে কাজটা
  ভালোই করেছো আয়াত্ব।


মানুষের মন অতিচঞ্চল
    এক জায়গায় টিকে না,
আজ মৃত্যু স্মরণে
   কাল হয়তো থাকবে না।


হে আল্লাহ ! আমার কাছে
   মৃত্যু কে পাঠাইও না,
যতদিন পূর্ণরূপে
  মোমিন হতে পারব না।


নূরের কিছু নিদর্শন
   দেখলো যখন দু'নয়ন,
সেজদায় করলাম নত শির
  আমি যে এক মুসাফির।


এই দুনিয়া আসলে তো
   আমার ঠিকানা নয়,
সময় ধরে এখানে
   পরীক্ষা নেওয়া হয় ।


নিয়মিত ছাএ হবার
   মনে নিলাম পণ,
মৃত্যু তুমি পরে এসো
  ব্যস্ত আমি এখন।


  "মৃত্যু তোমার কাছে দাবি
খুঁজতে দাও জান্নাতের চাবি"


পারাপারের সেতু নির্মাণ
     এখনো যে বাকি ,
হঠাৎ করে নিয়ে গিয়ে
    লজ্জা দিবে নাকি !