আমাদের প্রিয় কবি "শহিদ খান " আর আমাদের মাঝে নেই। তিনি গত ১৪/১০/২০২০ইং তারিখ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আসরের আমরা সবাই তার রূহের মাগফিরাত কামনা করি।যোগাযোগ- মোঃ আব্দুল কাদের মোবাঃ ০১৭২৩১৪৭৬৪৮।
আমাদের প্রিয় কবি "শহিদ খান " আর আমাদের মাঝে নেই। তিনি গত ১৪/১০/২০২০ইং তারিখ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আসরের আমরা সবাই তার রূহের মাগফিরাত কামনা করি।যোগাযোগ- মোঃ আব্দুল কাদের মোবাঃ ০১৭২৩১৪৭৬৪৮।
আলোচনাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this alochona.
এখানে এপর্যন্ত ২৬টি মন্তব্য এসেছে।
ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।
পরম করুণাময় আল্লাহ প্রয়াত কবিকে বেহেস্ত নসীব করুন ও তাঁর ফেলে যাওয়া পরিবারের সদস্যগণকে পরম করুণায় হেফাজত করুন সেই প্রার্থনা করি।
অনেক কষ্ট লাগল জেনে। আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন, জান্নাত দান করুন।আমিন।
কষ্টদায়ক প্রয়াত প্রিয় কবি শহিদ খাঁন কে মহান আল্লাহ জান্নাত বাসি করুন আমিন
শোকাহত হলাম।শহিদ খান আমার প্রিয় কবি ও আমার কবিতার প্রিয় পাঠক ছিলেন।কবিতা বিষয় ছাড়াও অনেক কথা হতো।ভেলোরে চিকিৎসার জন্য আসাবেন বলেও কথা হয়েছিল।আমি অনেক দিন আলোচনার পাতায় জিজ্ঞাসা করে পোষ্ট দিবো ভাবতাম কিন্তু সাহস করে উঠতে পারি নি।আজ জেনে মর্মহত হলাম।তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
কবিবন্ধু শহীদ খান স্মরণে লেখা;-
জীবন তারা, তারাই জীবন; ব্যাপ্ত নীলিমায়
আচার বিচার বিবশ ভুবন তার সে
গরিমায়।
গোল সে ধরা অবাক করা কোন সে প্রদেশ তায়
শরীর হতে বাহির সে জন কোথায়
তারা যায়!
পূজন কূজন দিন দুয়েকের সৃষ্টি কেনই তার ই
দিলেন কেন, কেনই বা ধন নিলেন
তিনি কাড়ি!
হৃদয় কেনই দিলেন কোমল সইতে না রব পারি
এর চেয়ে ভালো পাষাণ করো দেও না
তেমন গড়ি।
তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
আল্লাহ্ তাকে জান্নাত দান করুন।আমিন।
অত্যন্ত দুঃখজনক!!! এই আসরেই হয়েছিল ওনার সঙ্গে পরিচয়। হয়েছিল কত মন্তব্য আদান প্রদান!!
খুবই সক্রিয় ও প্রাণময় ছিলেন উনি। ওনার আত্মার শান্তি কামনা করি।
সুপ্রিয় কবি শহীদ খাঁনের মৃত্যুতে স্তম্ভিত শোকাহত সত্যি বেদনাদায়ক তবুও মেনে নিতে হবে সবই আল্লাহর ইচ্ছা মহান আল্লাহ তায়লা যেনো তাকে বেহেস্তের সর্বোচ্চো আসন দান করেন।আমিন
শহিদ খানের চিরবিদায়ে অসীম দুঃখ পেলাম , তিনি একজন হৃদয়বান লেখক ও গায়ক ছিলেন ।
বিশেষ করে গ্রাম্য সমাজের প্রতি তাঁর প্রবল আকর্ষণ ছিল । তাঁর আত্মার সদগতি হোক- কামনা করি ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন | পুরোনো মন্তব্যগুলো মনে পড়লো | সবসময় বোন বলে সম্বোধন করতেন | আল্লাহ ওনার রুহের মাগফেরাত দিন , আল্লাহ পরম করুনাময় , অসীম দয়ালু |
তাঁর আত্মার শান্তি কামনা করি
পূর্ণচ্ছেদ রুঢ় l হঠাৎ করে তা অসহনীয়,কিন্তু স্বাগত জানাতেই হয় চরম সত্যকে l শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই l কবি দীর্ঘজীবী হোন স্মরণে,নীরবতায়,স্মৃতিচারনায় l
শ্রদ্ধেয় কবির মহাজাগতিক সফর হোক শান্তিপূর্ণ। বিদায় সবসময় কষ্টের, তবু প্রভূর ইচ্ছাই চূড়ান্ত। কবির কোন একটা কবিতার লিঙ্ক দিলে ভালো হতো।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রজিউন। উনার রূহের মাগফিরাত কামনা করি।
ব্যথিত।কবির আত্মার শান্তি কামনা করি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ক্ষণস্থায়ী পৃথিবীর এটাই স্বাভাবিক নিয়ম।
যে কোন মুহুর্তে যে কারো আসবে ডাক,
চলে যেতে হবে শূন্য হাতে ছেড়ে ভুবন।
হে আল্লাহ্! প্রার্থনা করি,
তাঁকে আপনি জান্নাতবাসি করবেন। আমিন।
প্রিয় কবি বন্ধু শহিদ খানের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, আল্লাহ প্রিয় কবিকে জান্নাত দান করুন।
শ্রদ্ধেয় প্রিয় কবি শহিদ খাঁন এর অকাল রূপান্তরে শোকাহত। শ্রদ্ধেয় কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছি। এবং সমবেদনা জানাই তাঁর পরিবার বর্গের প্রতি।
তাঁর কর্ম জীবন ছড়িয়ে পড়ুক সমাজের সর্বক্ষেত্রে।
ইন্নালিল্লাহে অইন্না ইলাহি রাজিউন। দীর্ঘদিন যাবৎ কবি শহিদ খাঁন অসুস্থ ছিলেন। আমার সাথে ২০১৮ থেকে মাঝে মাঝে কথা হতো। স্বাস্হ্যের সমস্যা নিয়ে মাঝে মাঝে আলোচনা হয়েছে। ভ্যালোরে যাওয়ার কথা বলেছিলেন। এ দুঃসংবাদ শুনে যারপরনাই ব্যথিত হলাম। আল্লাহ মরহুম কবিকে জান্নাতুল ফেরদাউস দান করুক দোয়া করি। আমিন।
সম্মানিত কবি শহিদ খাঁন আমাকে একত্রিশবার ঋণী করেছেন আমার একত্রিশটি কবিতায় একত্রিশবার সদয় মন্তব্য দানে। ঋণী করে চলে গেলেন এ মাসের ১৪ তারিখে। কিছু বলারও সুযোগ পেলাম না। মানুষ বেঁচে থাকে তাঁর সৃষ্টিতে। সম্মানিত কবি শহিদ খাঁন ও আমাদের মাঝে বেঁচে থাকবেন তাঁর লেখায়, তাঁর কবিতায়। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । বেচারা বহুদিন রোগ শোকে ভোগে কিছুটা সুস্থ উঠল । আবার স্বাভাবিক জীবন শুরু করল । অবশেষে জীবন যুদ্ধে অকালে হার মানল । আমি তার শারীরিক অবস্থা জানার পর অনেকবার ফোনে কথা বলেছি । তার খোঁজ খবর রাখার চেষ্টা করেছি । যদিও কোন দিনও দেখা সাক্ষাৎ হয়নি । তবুও এই বিরহীমনা কবির সাথে খুবই আন্তরিক কথাবার্তা হত আমার সাথে । খুব চেয়েছিলাম তিনি ঢাকায় চিকিৎসার জন্য এলে আমি সাধ্যমত সময় দিতাম । তাকে সে কথা প্রায়শই বলতাম । কিন্তু তার এই অকাল মহাজাগতিক সফর একটা বিশাল ধাক্কা দিল মনে । সাত সকালে কি ভেবে আজ অনেক দিন পর আলোচনার পাতায় গিয়ে এমন প্রিয়জনের এই অপ্রত্যাশিত বার্তা দেখে । যাহোক আমরা কেউই এখানে চিরকাল থাকতে আসিনি । এক এক করে সবাই চলে যাবো সেই আসল গন্তব্যে । আমার প্রিয়কবির বিদেহী আত্মার মাগফেরাতের জন্য মহান আল্লাহ্ পাকের কাছে দোয়া করছি । তার শোকাহত পরিবারের প্রতিও সমমর্মীতা জ্ঞাপন করছি । বার্তাটি দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি ।
’ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’
আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।
মহান রাব্বুল আলামীন যেন উনাকে রহমতের ছায়াতলে আশ্রয় দেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাকের তরে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ'তালা তাকে বেহেশতবাসী করুন! অকালে চলে গেলেন! শোকার্ত পরিবার বর্গের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। (কবির নামের বানানটি - শহিদ খাঁন - চন্দ্রবিন্দু প্রোফাইলে)
আল্লাহপাক উনাকে জান্নাতবাসী করুন। আমিন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.