বর্ষা   ঋতুর   ধুসর   মেঘে
    আকাশটা হয় কালো
বাদল  হয়ে   পড়লে  ঝরে
    দেখতে লাগে ভালো।


শ্রাবণ  মেঘের  বৃষ্টি  ধারায়
      তরু শ্যামল হয়
মনের  মাঝে নামলে বাদল
      প্রেমের নদী বয়।


  মনের  জমিন  মরুভূমি
    প্রেমের বাজার মন্দা
দিন  দুপুরে  হৃদয়  মাঝে
     নেমে আসে সন্ধ্যা।


মনের আকাশ কালো হলে
     বুকটা ব্যাথায় ভরে
আঁখির পাতায় বাদল ধারা
      অশ্রু সজল করে।


  দুঃখ  ভরা  মনের  আকাশ
       নয়নে  ভর  করে
  মনটা  থেকে  কষ্ট  গুলো
        কান্না হয়ে ঝরে।


     -----------------