গাঁয়ের  মানুষ গাঁয়ে  থাকি
      গর্ব আমার এই
জন্ম  আমার  যে  গাঁয়েতে
      থাকি সেখানেই।


সরল  সহজ গাঁয়ের মানুষ
     তারই মাঝে থাকি
এই  গাঁয়েরই  কাদা  জলে
      সুখের ছবি আঁকি।


মাঠে  মাঠে সোনার ফসল
     চোখ জুড়িয়ে যায়
নদীর  বুকে  নায়ের  মাঝি
       ভাটিয়ালী গায়।


আম কাঁঠালের ছায়া ঢাকা
      গাঁয়ের বাড়ি ঘর
আমরা  থাকি  মিলে মিশে
      হই না কভু পর।


মায়ের আদর বাবার শাসন
     বোনের ভালোবাসা
এরই   মাঝে   থাকি   মোরা
     মনটা মোদের খাসা।


      -----------------