আষাঢ়  মাসে  দারুণ  খরা
     ঝরছে ঘামের বৃষ্টি
ঋতুর  হলো  পালা  বদল
      এ কি অনা সৃষ্টি!


মাঠের  মাঝে  উড়ছে  ধুলো
    খালবিলে নেই  পানি
  বর্ষা  ঋতুর  এমন  শোভা
      কেমন করে মানি?


মেঘে  ঢাকা  আকাশটা কই
     মুষল  ধারে  বৃষ্টি?
মাঠের  ঘাসে, তরু  লতায়
     নতুন প্রাণের সৃষ্টি?


বৃষ্টি  ঝরা  আকাশটাতে
      রংধনুটা  কই?
বাদলা  দিনে  কিষাণ বধুর
    গুড়মুড়ি আর খই?


ষড়  ঋতুর  এমন  মাসে
    মেঘটা হয়ে কালো
হঠাৎ মেঘে ঝরলে বাদল
    মনটা হতো ভালো।


   ------------------