নববর্ষ' তোমায় বলি,
একটু শোন ভাই,
তোমার কাছে চাওয়ার আছে,
দু'হাত  ভরে  পাওয়ার  আছে।


যদি-
তোমার ছোঁয়ায়  নতুন ধরায়
আর কোন বোন আর কোন ভাই
দুঃখ - জ্বরা,  পেটের  ক্ষুধায়
কষ্ট   নাহি  পেতো
অনেক ভাল হতো।


নতুন বছর, তোমায় বলি
একটু খানি শোন,


যদি-
তোমায় পেয়ে সব জনগণ
কান্না ভুলে  হাসতো  তখন
দেশটা হতো সোনার মতন,
মারামারি হানাহানি
সবাই ভুলে যেতো
অনেক ভাল হতো।


ঊনিশ সাল, তোমায় বলি
শোন একটু খানি,
পারবে তুমি, সেটাও মানি।


যদি-
তোমার বুকের সব অনাচার
বন্যা, খরা, দুখের পাহাড়
সব হারিয়ে যেতো
বেজায় ভাল হতো।
তোমার ছোয়ায় বাংলা আবার
সোনার বাংলা হতো।


---------------------