তুমি আসবে কি
দেখতে আমায়?
পলাশ রাঙা পোশাক পরে
সবুজ গাঁয়ের পথটি ধরে
পথের ধারে বসে থাকা
মুক্ত জানালায়।


তুমি আসবে নাকি
আবার সেথায়?
বিদ্যালয়ের শাসন ছেড়ে
শ্রাবণ মেঘের বৃষ্টি মেড়ে
একলা ঘরে ছিলেম যেথা
অধীর প্রতিক্ষায়।


তুমি আসবে কি আর
সেই নিরালায়?
সবার নয়ন আড়াল করে
ছদ্মবেশী রূপটি ধরে
ধর্মতলা পুকুর ধারের
শুন্য বাড়িটায়।


তুমি আসবে কি
এই অবেলায়?
কৃষ্ণ কালো বসন গায়ে
কাজল বরণ চপল পায়ে
সবার সেরা বিদ্যাপীঠের
মুক্ত আঙিনায়।


তুমি আসবে কি আর
আগের মত
দেখতে আমায়?