আমি তুষ্ট।
আমি তাকেই রব মানি,
তামাম জগৎ যার কাছে নূজ্ব্য।
অনিচ্ছাতে হলেও যার হুকুম
মানতে বাধ্য সৃষ্টিকুলে প্রতি শাখা প্রশাখা।


আমি তুষ্ট।
আমার জীবন বিধান সেটাকেই মানি,
যা পরিপূর্ণ করেছেন সৃষ্টিজগতের মালিক।
জন্ম থেকে মৃত্যু, নিদ্রা কিবা জাগরণ
শুরু থেকে শেষ অবধি;
প্রতি পদক্ষেপেই যে বিধান বিরাজমান।


আমি তুষ্ট।
আমি তাঁকেই নেতা মানি,
যার জীবনে কোনো কলঙ্ক নেই
না আছে মিথ্যার লেশ।
আদর্শ হিসেবে যার আগমণ এ ধরায়;
যার সৃষ্টিতে জগৎ সৃষ্টি,
যার নেতৃত্বে প্রথম যুদ্ধে ৩১৩ জনই
বিজয়ী ছিলেন সহস্রাধিক তাগুতির প্রতিপক্ষে।