অপেক্ষার প্রহর কমে আসছে
খুব দ্রুতই আমরা পেয়ে যাবো
আমাদের দু:স্বপ্নের রাত।
সে রাত শেষ হবে না
কারো কানে পৌছবে না
আমাদের চিৎকার।
আমরা দৌড়াতে দৌড়াতে
সীমানা পিলারের কাছা কাছি হবো
না পেরুলেও হজম হতে পারে গুলি।
যেদিকেই যাবো তারই মুখোমুখি
হতে হবে আমাদের।
যে লুটে নিয়েছে সর্বস্ব
বাক স্বাধীনতা নিয়েছে কেড়ে
আর্থিক দৈন্যতায় দিয়েছে ভরে
আমরা খুব তাড়াতাড়ি পৌছবো
ভূস্বর্গের কাছাকাছি,
যেথায় দেখা অপরাধ
শোনা অপরাধ, বললে তো
কোনো সমস্যাই নেই
পৌঁছে দেবে কারান্তরে।


আমাদের আতঙ্ক কাটবে না
দৈনন্দিন বেড়ে চলবে প্রয়োজনীয় সামগ্রীর দাম, হেটে গেলেও জরিমানা গুণতে হবে
ট্রাফিক, ভ্রাম্যমাণ আদালত কিবা
ছিনতাইকারীর কাছে। প্রতিদিন কমে যাবে মূল্য রক্ত নামক বেঁচে থাকার অমূল্য সম্পদ আর মুন্ডুটার।


আমাদের পথ কমে আসছে
জাহেলিয়াতের বর্বর হানাহানি
শিশু হত্যা, ধর্ষণ সহ অগনিত অপকর্মের
ছত্রছায়ার দিকে।
আমরা খুব কাছাকাছি চলে আসছি
প্রতিহিংসা নামক সাম্পানের,
সাগর মহাসাগর পেড়িয়ে ধ্বংসের অতলে নিমজ্জিত হবার প্রস্তুতি নিতে।


কাছাকাছি উদ্ধারকারী কোনো নাবিক
পৌঁছবে না যোগাযোগহীনতায়
দূরে দেখা যাবে মাস্তুল
আসবার আগেই লন্ডভন্ড হবে সাম্পান।