পথের সব বাঁধন ছিড়ে
অনিন্দ্য হয়ে ফিরে আসা,
অবরুদ্ধতার অবসানে মুক্ত বিহঙ্গ আমি।
ছুড়ে ফেলা অভিমান যেনো ফিরে না আসে আর
অনুরাগ যেনো না হয় মিছিলের দীর্ঘ সারি
তোমার বাঁধন হোক দৃঢ় থেকে আরো দৃঢ়।


ফিরে আসার পথ চেয়ে
দীর্ঘ প্রতীক্ষার অবসানে আপ্লুত
বিদগ্ধতার রেশ ভুলে
অনন্য করবার প্রেরণায় রাখ ঢাক ছাড়ো।


মুখ্যতায় আসো নীরবতা ভেঙ্গে
নীলিমার পানে অপলক না চেয়ে
তোমার প্রেরণাই হোক আমার চাওয়া।
তবুও অতৃপ্ততার অবসান হোক তৃপ্ততায়।


আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি
ঘন ঘোর অন্ধকারে আলোর নিশান,
মুছে গেছে বিষাদের কালো রোদন
আমি পাহাড়সম বাধা ডিঙিয়ে
অনায়াসে পৌছবো আমার মঞ্জিলে,
তোমার ফিরে আসার প্রাঞ্জলে।


অবিচ্ছেদ্য হোক এই ফিরে আসা
অনির্বাণ হয়ে উঠুক  প্রেরণার দাহ,
স্রোতের তোড়ে ভেসে যাক
অতীত গ্লানীময় রোদনের স্বর,
এই হোক প্রত্যয় তোমার।