কথায় কি এমন হয়
তা বলতেই হবে কেনো
কি মোহ মুগ্ধতায় আচ্ছন্ন করে?
বিদ্রোহ না বিদ্রুপ তা ভাষার
মজ্জায় মজ্জায় থাকে অন্তরিন।


সংকেত গুলো বিদ্রুপের হাসি হাসছে
কানের কাছে ভনভন করছে কথাগুলো
নিশ্চল বাক্য ব্যাকুলতা ঢাকছে প্রলেপ
ছলে, হতভম্ভ হয়ে অসারতা নিয়ে।


প্রতিজ্ঞ হই আবার লেপ্টে যাই
আওড়াই স্মৃতির পাতা
মুখোমুখির প্রত্যাশা মুক্ত তোমার
সময়গুলোর ভাবাবেগের অভিধান
পাঠ করবার ইচ্ছুক।


বুভুক্ষু আমি! শুধু দর্শনই লোপিতে
সক্ষম এই বুভুক্ষতার প্রলেপ।
লেশহীন বিচুর্ন দহন আজ
আতিশয্যের কাড়িতে নিবেদন!  হোক
তোমার প্রাচুর্যতার প্রতীক।