আমার পোস্টমর্টেম চাই।
আত্মার পোস্টমর্টেম,
সম্পর্কের পোস্টমর্টেম,
বন্ধুত্বের পোস্টমর্টেম চাই।
দেহের নয়, তা মৃত্যুর পরেও না।
এগুলোর পোস্টমর্টেম
মাঝে মধ্যেই প্রয়োজন।
স্বার্থের তান্ডবতা
মাপার এটাই মাপকাঠি।
লাশের পোস্টমর্টেম হওয়া
যতোটা যৌক্তিক,
তারও বেশি যৌক্তিক
আত্মার, সম্পর্কের আর বন্ধুত্বের।
লাশ কোনো কিছু চায় না
প্রাপ্তির খাতাও শুন্য তার।
সম্পর্ক!
তার আশা আছে,
প্রাপ্তি আছে,
আছে পাওয়া না পাওয়ার হিসেব।
এখানেই বেশি প্রয়োজন
লাশের চেয়ে সম্পর্কের
পোস্টমর্টেম।