ঘৃণা, আমায় থেকে ক্রশ
ক্রশ দুরত্ব কাম্য।
আমার মাঝে ফেলো না
তোমার ছায়া, না অভিরাম
তুমি, আমার মনো জগতে।


আমার বন্ধুরে শেখাও
আমায় প্রচুর ঘৃণা করতে,
আমায় শোনাতে অপমানিত সুর শেখাও,
শেখাও আমার বন্ধুরে,
যেন আমায় এই ভেবে
ঘৃনা করে, কেন তারে
স্মরণ করি সময়ের অভ্যন্তরে।


ঘৃণা, তুমি আমার বন্ধুরে শেখাও
আমি কেন তার দিটি চেয়ে থাকি,
কেনই তার দিটির জন্য কাটকাট
মারমার করি অবিরাম।


আমি স্মরিলে যেন, তোমার যতো
রুপ-রস, স্বাদ-গন্ধ সব আমারে
ঢেলে দিয়ে,
কি করে ? ভাল থাকা যায়।
সেটাও শেখাতে ভুলো না তায়।