রোদনে পুড়েছে মন
চৈত্রের দাবদাহে ভরদুপুরে
তপবনে ছিলাম যখন।
অন্তরিক্ষে আচ্ছাদিত
অপমান দাবদাহে উন্মোচিত হলে
গিলাফে ঢাকা উপহার বুঝে রক্তক্ষরণ।
তবো মনের ভাষায় প্রলেপিত
সান্তনার সংজ্ঞায় অবাঞ্ছিত হৃদে
সয়ে বেড়ায় সেই যাতনায় রোদন।
তৃৃতীয় হাত ব্যবহারে তোমার
পটুতার আক্ষেপ, কৃত্তিম  বিমুগ্ধতার
উপহাসে নিমগ্ন উচ্ছাস।
বেদন বলে ধরায় আছে যা কিছু
অপমান জ্বালার চেয়ে
নহে তা নিচু।
স্মৃতির তাড়নার মম
বিস্মৃতির যাতনে,
স্মৃতির পাতার ভার
নিমিষে স্বরণে।
অতীতগুলো যদি শোধীত আমায়,
মিটে যেতো বেদন সেই পিপাসায়।