হে মোর মাতৃভূমি!
তোমায় আমার কুণ্ঠিত কণ্ঠে
অবনত হৃদে প্রশ্ন,
তোমার অত্যাচারী সন্তানের
বিচার কবে হবে?
যে ঠুনকো কথায় বিষ মাখা
হৃদ প্রসারিত করে অন্যের উপর।


হে মোর মাতৃভূমি!
তুমি দেখো উচছে পড়া দূর্নীতির ভিড়ে
কলমের খোঁচায় কোটি কোটি
টাকার পকেটমার পার পেয়ে যায়।
তাদের বিচার কই?


হে মোর মাতৃভূমি!
আমি আর কতো চোখ বুজে
অন্ধের অভিনয় করবো?
এই অভিনয় থেকে
নিষ্কৃতি দাও তুমি।


হে মোর মাতৃভূমি!
তোমার মজলুম সন্তানের দিকে
সুদৃষ্টি দাও, তার চোখে চোখ রেখে
জালিম সন্তানের আস্ফালন
বিতারন করো তোমার বুক থেকে।


হে মোর মাতৃভূমি!
কালো টাকা রাখতে
তোমার কুলাঙ্গার সন্তান
গুদাম বানিয়েছে দেখো।
সে টাকার উৎস আমি
আমার নির্যাতিত ভাই, বোন সহ
তোমার অগণিত সন্তান।
সামান্য একটুক দুধ চুরির অপবাদে
শিশুকে খুন্তির ছ্যাঁকায়
নাজেহাল করে আদন্দিত হয়,
তোমার মানসিক বিকারগ্রস্ত সন্তান।


হে মোর মাতৃভূমি!
আসামী কারায় যাওয়ার আগেই
বিচারকের হয় বদলী আদেশ।
বিনাবিচারেই তোমার সন্তানের আবার
কারাগারেই হয় জীবনাবসান।
দেখো আমরা তোমার কেমন সন্তান?