কামিনী গো তুমি; যামিনী নহে মোর,
মনের মাধুরীতে আছো গাঁথা,
রুপোর মাধুলীতে বেঁধেছি দোর।
নরম হৃদয়ের সকল ব্যাথা
না পাই মুছিতে স্মৃতির পাতা,
হারতে শিখেছি ক্ষণে ক্ষণে তাই।
রক্তিম গোলাপ লাগে না ভালো,
লিখতে পারিনি কিছু ভাঙনের দায়।
পিশে গেছে মোর সাধ আহ্লাদ, নাই
কাছে কোনো আলো দানে দীপ।
মজিয়াছি আমি ওগো চঞ্চলার বানে,
রুধিছো আমায় তবো শুধিবার টানে।
নষ্ট হয়েছে মন কষ্টের সাগরে ?
না ফিরিবার তরে আজো অভিমান ভারে।
হাঁটা হবে নাকো বুঝি সে পথে আর,
রয়েছে যেথা তোমার হেলা বেশুমার।
লিখে চলি তবো স্বরিয়া আমি
পিষ্টতার দায়ে দায়ী তুমি, শুধু তুমি।