কষ্টের আর্তিতে কেটে গেলো রাত ফাঁকা
জ্যোৎস্নায় বিমোহীত ব্যথা সম।
আড়ষ্টতার জবাবে মমতার শুরু
তবুও ভাবছো বিলোতে পারিনি মন।
তুমিহীন হয়না লেখা সে তোমার জানা
তাতেও ভাবলেশ নেই তোমার, ভাবো মিথ্যা ডাহা।
দাঁড়িয়ে থাকো সামনে এসে ভাষাহীন কবির,
হৃদয়ে থাকলে কি প্রয়োজন কালি ?
শাপ মোচনে অদূরেই রেখেছি তোমার ছায়াকপি।
ফাগুনের আগুনে পুড়ে যাওয়া ছবিতে আঁকা
নন্দিনীর হৃদয়ের আয়না, ভুলিনি তোমায় মম
প্রথম প্রহরে দিতে পারিনি আজকের অভিবাদন, হৃদয়ে দুরু
দুরু ভাব কাটেনি, তবুও ভীত নয় মন।
আজকের নান্দনিকতা কখনই ভুলে যাবো না,
অতীত শুধুই বেদনার না হলেও মহা
প্রলয়ের অপেক্ষায় কিছু কিছু স্মৃতির
উন্মেষ ঘটে। আগামী দিনের তরে সে গুলি
অপেক্ষার পালাবদলে থাক, হয়ে স্মৃতির প্রতিলিপি।