কালো তালিকা
জীবনের জটিল হিসেব কশবার
ব্যার্থতার দায় ভার বহনের
অক্ষমতায় কালো তালিকা।
অবক্ষয়ক যেনো কোনো বিপর্যয়ের
শীর্ষক না হয় তার প্রাপ্য কালো তালিকা।
কষ্টগুলোর কষ্ট যেনো হামলে না পরে
চতুর্দিক, চাপা নিয়ে থাকে
নিজ বক্ষে কালো তালিকা তারই প্রাপ্য।
গহীন থেকে গহীনে, আরো গহীনে
না থাকা চাই কোনো বাস, থাকবে না
কোনো প্রাপ্তির দায়, সে থাক কালো তালিকায়।
দস্যু না হোক শিষ্যত্ব বরণে আপদের দার
খুলে চাতকের অভিনিত স্বভাব মজ্জায়,
কালো তালিকায় অবাঞ্ছনীয় নয় তার।
সময়ের হেরফের বুঝতে অপারগতা
যার প্রতি কোষে কোষে ভরপুর,
মনের আলো আধারী, ব্যাকুলতায় আচ্ছন্ন
তার তরে অবধারিত কালো তালিকা।
খুন না করুক, দস্যুতা ছেড়ে দিক
অপরাধ না করুক তল্লাটে তল্লাটে
তবুও তার অপরাধবোধ জাগ্রত হলে
নিশ্চিত করতে হয় কালো তালিকা।