কাছেতে নেই কিছু তবু যেনো খুব কাছে
মনে হয়, শয্যাশায়ী দেহ তবো জানিনা কেনো
রুধিছে আমায়। করোনা উপসর্গ
নদীর ঢেউসম খেলছে দেহে, হৃদয়ে মম
নানাবিধ যাতন। ক্ষুধিত হৃদয়ে দিটির
হাহাকার, শুধিতে পারে শুধু দিটিতে তোমার।
রবির আলোকচ্ছটায় শীতলতা ভুলে
লিলেন্দার মাঠ আজ করোনার দখলে?
পিষেছে করোনা তবো দেহ, হৃদয়ে আমার
কাঁদিছে প্রেম করে চিৎকার। দুর্বলতা
মনে না দিয়ো ঠায়, তবেতো করোনার
রুগ্নতা দেহ হতে নিবে বিদায়।
নটিকেল দূরেও হলে মন থাকে কাছে
না পারি ভুলতে তবো হৃদয়ে যে আছে।
হার মানি বারবার তবু বিজয়ী হবার মানস
রক্ষার দায় নেইনি তুলে কাঁধে। বিধির
লিখন মোর আছে যে যাতন। সরছে না কভু
পিপাসী হয়ে মন মেনে নিতে বারন।