কি এক অযাচিত মন্তব্যের উপহারে
আগুনে পুড়ে ছাই
দীর্ঘ দিনের লালিত বাসনা।
অজানা অচেনার এক মন্তব্যের উত্তর
আমাদের কেনো ব্যবধান বাড়াবে?


এমন অভিমান তোমার মাঝে
কখনই স্বীকার করোনি তা।
এতো অভিমান পুষে রাখো
আমার সাথে অন্য কারো বন্ধুত্বে।


তবে কেনো লুকিয়ে রাখো অগোচরে?
দহনে দহনে অযথাই পুড়ে কি হবে
বরং সবগুলোর বন্ধাত্ব সটকে ফেলে
নবীন জোয়াড়ে ভেসে বেড়াই
অদেখা সমুদ্র তলে।


উপরে ফেলি মন ভাঙনের সব উপমা
চেতনার অতলে জাগিয়ে তুলি
আমাদের দ্বিধাহীন করে।


লেলিহান শিখায় ভষ্ম হবে
লালিত স্বপ্লীল পাহাড়
ছাই হয়ে উড়বে নীল আকাশে
কালো মেঘের সাথে পাল্লা দেবে সে ছাই
তা মোটেও কাম্য নয় ।


উন্মুক্ত হোক
আমাদের এই পথ চলা
আমাদের কথা বলা
অভিমান ভুলে।