কামনায় নিষ্পেসিত জীবনের গন্ডি
মননে বাধা পড়া সময়ের হিসেব
রূপাশ্রিত আন্তরিক দহন।
নয়নে নয়নে বিরোধ তুঙ্গে
না জানা অপেক্ষার সীমানায়
হারানো দায় কষ্টার্জিত স্মৃতি।
রসম রেওয়াজির অগনন আস্তরন
লিপ্সার অগ্নিময় প্রান্তরে
পিপাসী হৃদে অন্তরিন আক্ষেপ।
কাল যায় ক্ষণ ধায়, মুর্ছিতো অভিমানে
মানান  বেখবর অসহনী কষ্টের দহন।
রুখতে না পারার বেদনার্তে রুধতে
নষ্টের হাতছানি উপেক্ষার দু:সাহসি
না হলে কষ্ট মানায় বেশ।
হাসবার খোরাক না হবার পণ পুষি
রঙিন না হোক,ধূসর স্বপ্নের ছলাৎ ছলাৎ ঢেউ;
লিখন আছে বুঝি ললাটে মোর।
পিপাসীর রোদনে কেনোযে না আসে ভোর?