দীর্ঘ দিন পর মুখোমুখি
হয়েও ভারি হয়ে আছে
আমাদের দীর্ঘশ্বাস।
না কোনো ভাবেই স্বাভাবিক হচ্ছে
না, পরিচিত শহরের পথে।
চলো আজ উপেক্ষা করি
মানবিক সংকির্নতার সব আয়োজন।
এসো আজ একটি নদী বানাই
বন্ধুত্ব রাখি সেই নদীর নাম।
সেখানে ঢেউ হবে
কিলবিল করে বেড়াবে মাছের সারি।
হংসের পাল সেথায়
গাড়বে তাদের আস্তানা।
আমি হাত বাড়ানোর আগেই
বাড়িয়ে দেবে তোমার হাত
হংসের দল পতপত
করে উড়ে যাবে নিমিষে।
বন্ধুত্ব নামক সেই নদীতে থাকবে
দু্'টো ডিঙ্গি নৌকা,
যার মালিকানা শুধু তোমার আমার।
নৌকা বাইচ হবে বোশেখের
ঝড়ো হাওয়ার তালে;
আমরা স্বেচ্ছায় হেরে যাবো
সেই প্রতিযোগিতায়, যোনো
প্রতিটি বোশেখ এলেই সারি সারি
নৌকা আসে বন্ধু নামক আমাদের নদীতে।