মৃত প্রায় এই বন্ধন
কতোদিন উজ্জীবিত থাকবে?
ক্ষণেক্ষণে যোগাযোগ; দূরত্ব কমানোর
প্রধানতম ভূমিকা রাখলেও এই বন্ধনে শুন্য।
নিষ্প্রাণ দেহ!
কতো ভালোবাসা উজার করে
আবেগ মাখা আখিঁজলের
অন্তরের বাসনায়; কাছে রাখা যায়?
কতোটা কাল বয়ে বেড়ানো যায় সে আবেগ?
তোমার নিষ্প্রাণ ভালোবাসার প্রেরণা;
প্রশ্নের সাজানো গোছানো উত্তর
এখন শুধুই অতীত।
আমি আর পাই না আমার
উজ্জীবিত প্রেরণা সেই প্রেরণার।
ছিটকে যাওয়ার অজুহাতের
বৃদ্ধাঙ্গুলির খেলুড়ে হবার অভিপ্রায় নেই আর।
অনাবেগিক আমার হৃদে ছলছল করে
সাঁতার কাটছে তবো অপবাদ,
আমি গ্রিবায় বুঝাতে চেয়েছি;
হয়ে ওঠেনি তোমার উদভ্রান্ত মানবিক
উগ্রতার পরশে।
আমি ছিচকে উত্তাপকে উর্বর ভেবে
মরুময় পথে পা মাড়িয়েছি,
আমি মরিচিকায় ডুব সাঁতার দেবার
প্রত্যয়ে অল্পের জন্য পিছু ফিরেছি
আমার ভাগ্যের জোরে।
তবুওতো কোনো খেদ না আছে
এই নগ্নবন্ধনের দায়ে।