দিনের আলোয় তোমার কোন কদর
নেই, তোমার দিকে কেউ
ঘুরেও দেখলো না।
জানতেও চাইলো না ‘কেমন আছিস?’
তুমি তো হর হামেশাই আস,
চা খাও, এদিক ওদিক দেখ
কই? কেউ তো তোমায় খুঁজে না।
দিনের আলোয় তুমি এমনই অকদর্য?


সময়টা রাতের হলে?
তোমায় কতজন বলে “এদিক
আয়, ওদিক কেনরে যাস
আমার টাকার কি দাম নাই?”
তারাও তো আছে এখানেই
আশে পাশে বসে।
দিনে তারা এই সমাজের কাছে
সাধু বেশে, খুব ভালো মানুষ
হয়ে আছে। তাই না?


রাতের অন্ধকারে
তোমায় যারা চিবিয়ে চিবিয়ে
উম্মাদনায় ভেসে বেড়ায়।
দিনের আলোয় তারা
বনে যায়; এই সমাজের অধিপতি।
তারাই আবার বিচারের
নামে জ্বালায় তোমার জীবনে
অশান্তির দাবদাহ।


...


দিনের আলোয় তোমার কোন কদর
নেই, তোমার দিকে কেউ
ঘুরেও দেখলো না।
জানতেও চাইলো না ‘কেমন আছিস?’
তুমি তো হর হামেশাই আস,
চা খাও, এদিক ওদিক দেখ
কই? কেউ তো তোমায় খুঁজে না।
দিনের আলোয় তুমি এমনই অকদর্য?


সময়টা রাতের হলে?
তোমায় কতজন বলে “এদিক
আয়, ওদিক কেনরে যাস
আমার টাকার কি দাম নাই?”
তারাও তো আছে এখানেই
আশে পাশে বসে।
দিনে তারা এই সমাজের কাছে
সাধু বেশে, খুব ভালো মানুষ
হয়ে আছে। তাই না?


রাতের অন্ধকারে
তোমায় যারা চিবিয়ে চিবিয়ে
উম্মাদনায় ভেসে বেড়ায়।
দিনের আলোয় তারা
বনে যায়; এই সমাজের অধিপতি।
তারাই আবার বিচারের
নামে জ্বালায় তোমার জীবনে
অশান্তির দাবদাহ।