অত:পর সেই তুমি!
কি এক ঠুনকো কথার অভিমানে
নিজেকে আড়াল করবার অভিলাষে
তোমার পদাঙ্ক থমকে আছো।
তুমিহীন বিধুরতর এই পথ
বেমানান, কষ্টের নিবাস খুঁজে
আবারো কষ্টের বিলাপ শ্রবণে
অনাপত্তির বিপত্তি মুক্ত।


অত:পর সেই তুমি!
কষ্টের রুষ্টতর পথের
মধ্য খানে একাকীত্বের প্রলাপ
শোনাতে দৃঢ়তায় গুমড়ে আছো।
অথচ এমন গুমোটতর বিলাপ
অসহনীয় ছিলো তোমার।


অত:পর সেই তুমি!
অক্টোপাসের শক্ত নখ ভাঙবার
বদলে, সে গুলো নিখুঁত
করলে। আর আমি তাতেই
তন্দ্রাচ্ছন্ন আছি সেদিন থেকে।


অত:পর সেই তুমি!
প্রেরণার দিপ্তীর ছোঁয়া মুছে
নেবার আয়োজন সফল করার
মানসমুক্ত হতে পারলে না।
কিন্তু না কোনো আয়োজন মুখ
দেখলো না সেই সফলতার।


অত:পর সেই তুমি!
এগিয়ে আসো,
প্রেরণার উর্বর ভূমিরূপে; আসো।
সংকির্নতার উৎসে করো
কুঠারাঘাত। আমিও ভুলে যাবো
বেদনার্ত সময়ের অতীত।