পাপের মা,
তোমায় প্রণাম নহে, নহে ঘৃণা,
মুক্তি চাই আমি অবিনাশী।


সর্বক্ষণ তুমি তাড়িত করো
জঞ্জাল বাড়াও সর্বস্তরে,
তুমি নিশ্চুপ না চেয়ে
আমায় মুক্ত করো
তোমার মোহ থেকে।


কুর্ণিশ করি তোমার শত্রুকে
তার কাছেই হোক মোর আত্মসমর্পন;
তাতে লজ্জিত নহি,
গর্বিত জীবনের ব্যাপ্তি খুঁজি।


আমৃত্যু বিহঙ্গম তোমার সাধ্য
অস্বীকার করার দৃঢ়তায়
পারঙ্গমতার পরিচয় দিতে
আমার অক্ষমতা স্বীকার্য।
তবুও দূরত্ব বাড়াও প্রতিনিয়ত,
আমার এ চাওয়ায় করুণা করো।
হে পাপের মা!
আমার কষ্ট হোক যতো।


জেনে বুঝেই তোমার আশ্রয়ে
আসার সম্ভাবনা নিছক নয়।
তুমি দিয়ো না সে আশ্রয়
নিঠুর হও, নির্মমতার সব দরাজ
খুলো আমার তৃপ্ততা বাড়াতে।
আমায় ঘৃণা করো,
সোহাগের পরশ ছিন্নতায়
আমি বিমূঢ় হবো না।
এতোগুলো বসন্ত কেটে গেছে;
ক'দিন আর ঘৃণা করেছো আমায়?
হে পাপের মা!
আর নিয়োনা তোমার সংশ্রবে
আমার আয়ুর বাকী দিন ক'টায়।