আমি টোকাই
অনরবরত টুকিয়ে চলছি
প্রেরণার হিরকখন্ড।
পথে ঘাটে, মাঠে মাঠে
শহরের অলিতে গলিে
আমি সবসময় টোকাই।


শহরের পিঁপড়ার সারি সমো
জানালা খোলা গাড়িতে
প্রেরণা খুঁজে বেড়াই,
আমি প্রেরণা টোকাই।


টোকাই এর বস্তা ভর্তি
কাগজের দিকে, বোতলে,
পলিতে মোড়ানো
উচ্ছিষ্ট্য খাবারের ফাঁকে
প্রেরণা দীপ।  
আমি তাঁরে টোকাই।


গাড়ির কাছে দৌঁড়ে এসে
বকুল মালার স্বহাস্যে প্রসারিত
হাত, স্যার ১টা দিই?
আমি সেথায় স্বাধীনতা টোকাই।
হাত ছাড়া লিখে
কাগজের শিরোনাম হওয়া
বোনের কাছে, ভায়ের কাছে
আমি প্রেরণা টোকাই।


অতীত মনে থাকে না,
আগামী অজানা,
আজকের নিশ্চিত ভুলে
আহত স্বপ্ন বোনাই,
আমি স্বপ্ন টোকাই।


জল ছলছল চোখের
কাছে, আমার যে অনেক
পাওয়ার আছে।  
বাঁচার আশ সেথা আঁকাই,
আমি ভালবাসা টোকাই।