অতীত ভুলে যেতে চাই,
মনে রাখতে চাই না
বিন্দু বিন্দু জলে।
অনেকের মতো আমিও
হাঁটবো সে পথ ধরে।


একদিন ভেঙে চৌচির হয়ে
হাহাকার করবে প্রমোদ তরী,
অবিনাশী প্রণয় বীণ বাঁজলে
ক্ষীণ হবে আশাহত মন।
সেদিকে আর না তাকাই।


দুর্বায় শিশির বিন্দু পিপাসা
মিটায় না, নিবারণ করতে
পারে না ক্ষুধা।
অনাগত ভবিশ্যত শান্তির না
শাস্তির, তা জানা নাই।
বুঝবার সুযোগ?
না, তাও নাই।
থাক, সেদিকে না তাকাই।